বাবা কি?
বাবা
মানে, যিনি বলবেন,“ভয় কি আমি আছি না।”
বাবা
মানে, যার হতে হাত রেখে প্রথম হাঁটতে শিখা ।
বাবা
মানে, কাঁধে চেপে বন বাদার মারিয়ে বেড়ান সকাল আর পড়ন্ত বিকেলে ।
বাবা
মানে, আব্দারের অফুরন্ত ভান্ডার।
বাবা
মানে, খেলার সাথী আর হাঁটে যাবার বন্ধু
।
বাবা
মানে, শাসন সত্বেও নিরিড় ভালবাসার কার খানা
।
বাবা
মানে, চৈত্রের দাবাদাহে বটবৃক্ষ।
বাবা
মানে, কঠোর পরিশ্রম শেষে হামিমুখে বাড়ি
ফিরে কষ্ট ভূলে আদর করা।
ভাষাভেদে শব্দ
কিংবা
স্থানভেদে উচ্চারণের বদল
হলেও
রক্তের
টান
কখনো
বদলায়
না।
তাই
জার্মানির ‘ফ্যাটা’
বাংলায়
হয়ে
যায়
‘বাবা’। ইংরেজ সন্তানের আপ্লুত
‘ফাদার’
ডাক
ভারত
সন্তানের কাছে
হয়ে
যায়
‘পিতাজি’।
বাবা বিভিন্ন ভাসায়।
-আরবিالأب
চিনা 父親
ডেনিস far
ডাস vader
ইংলিশ Father, daddy, papa,
ফিলিপিনো ama
ফ্রান্স père
গ্রিক πατέρας
হিব্রু אבא
হিন্দি पिता
ইন্দোনেশিয়া ayah
ইটালিয়ার padre
জাপানিস 父
কোরিয়ান 아버지
মালে Bapa
Father |
No comments:
Post a Comment