Tuesday, March 14, 2017

happy fathers day / বাবা দিবস



বিশ্ব বাবা দিবস
বাবা কি?
বাবা মানে, যিনি বলবেন,“ভয় কি আমি আছি না

বাবা মানে, যার হতে হাত রেখে প্রথম হাঁটতে শিখা

বাবা মানে, কাঁধে চেপে বন বাদার মারিয়ে বেড়ান সকাল আর পড়ন্ত বিকেলে

বাবা মানে, আব্দারের অফুরন্ত ভান্ডার।

বাবা মানে, খেলার সাথী আর হাঁটে যাবার বন্ধু ।

বাবা মানে, শাসন সত্বেও নিরিড় ভালবাসার কার খানা ।

বাবা মানে, চৈত্রের দাবাদাহে বটবৃক্ষ।

বাবা মানে, কঠোর পরিশ্রম শেষে হামিমুখে বাড়ি ফিরে কষ্ট ভূলে আদর করা। 


ভাষাভেদে শব্দ কিংবা স্থানভেদে উচ্চারণের বদল হলেও রক্তের টান কখনো বদলায় না।

তাই জার্মানিরফ্যাটাবাংলায় হয়ে যায়বাবা ইংরেজ সন্তানের আপ্লুতফাদারডাক ভারত সন্তানের কাছে হয়ে যায়পিতাজি
বাবা বিভিন্ন ভাসায়।
-আরবিالأب
চিনা       
ডেনিস    far
ডাস       vader
ইংলিশ     Father, daddy, papa, 
ফিলিপিনো ama
ফ্রান্স      père
গ্রিক        πατέρας
হিব্রু אבא
 
হিন্দি        पिता 
ইন্দোনেশিয়া ayah
ইটালিয়ার    padre
জাপানিস     
কোরিয়ান   아버
মালে          Bapa
 
fatjer's day
Father
 



বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের বিষয়টি চিরন্তন। তবে যুগের পরিবর্তনে প্রকাশভঙ্গিতে এসেছে পরিবর্তন। মা দিবসের মতো এখন পৃথিবীর মানুষ বছরের একটা দিন বাবার জন্য রেখে দিতে চায়। এর পরিপ্রেক্ষিতে গত শতকের প্রথম দশক থেকেই শুরু হয় বাবা দিবসের প্রচলন। দিবসটি আমাদের দেশে নতুন হলেও এখন অপরিচিত নয়। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বেশির ভাগ দেশে বাবা দিবস পালন করা হয়। সে হিসাবে বছর বাবা দিবস আজ ১৯ জুন। বাবা দিবস ঘোষণার বিষয়টি প্রথম ১৯১০ সালে যুক্তরাষ্ট্রের সনোরা স্মার্ট ডোড নামের এক তরুণীর মাথায় আসে। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃ দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন


No comments:

Post a Comment

Dhaka –Kolkata –Digha-Sankharpur Delta-Kolkata- Dhaka

  Duration: 6 day 6 night  Tour Iteianary Day Activities Note / Enlisted Day 01 9:30PM   a...